বাংলালিংক-কে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ বিবেচনার কথা বললেন উপদেষ্টা

১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:০১  

গণ-চাহিদার কথা বিবেচনায় মেবাইল অপারেটর বাংলালিংককে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর কথা বিবেচনা করতে বললেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

বুধবারর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে উপদেষ্টার সাথে বাংলালিংক প্রতিনিধি দল সাক্ষাতের সময় উপদেষ্টা এই তাগিদ দেন।

বৈঠকে বাংলালিংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও কোম্পানিটির মালিকানা প্রতিষ্ঠান ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু, বাংলালিংক প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক এস, প্রধান কর্পোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা তাইমুর রহমান ও কোম্পানি সচিব, যুগ্ম পরিচালক (স্টেক হোল্ডার রিলেশন) মোখলেসুর রহমান, ও প্রধান আইন কর্মকর্তা জাহরাত আদিব চৌধুরী অংশ নেন।

বৈঠকে নাহিদ ইসলাম বলেন, তরুণ প্রজন্মের চাহিদার প্রেক্ষিতে ইন্টারনেটের মূল্য কমানোর পাশাপাশি সকল মোবাইল অপারেটরদের মেয়াদ বিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে।

এসময় সিম কার্ডের ট্যাক্স কমানোর ওপর গুরুত্বারোপ করেন কান তেরজিওগ্লু। একই সঙ্গে অনুকূল পরিবেশ ও নীতিগত সহায়তা পেলে বাংলাদেশে আরো বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি। এছাড়াও নিজেদের অ্যাপ টফি ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন বাধা বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন জাহরাত আদিব চৌধুরী।

সিম ট্যাক্সের বিষয়ে অর্থ মন্ত্রণালয় সাথে আলোচনা করে সমস্যার সমাধান এবং অ্যাপের ক্ষেত্রে বাধার বিষয়টি খতিয়ে দেখার বিষয়ে প্রতিশ্রুতি দেন উপদেষ্টা।